
সারা পৃথিবীর সকল ফ্যাক্টরিকে পেছনে ফেলে বাংলাদেশের একটি ফ্যাক্টরি চলে এসেছে বিশ্ব রেঙ্কিং এর ১ নাম্বার পজিশনে।
শুনতে অবাক লাগলেও এটাই আজ বাস্তব। উন্নত বিশ্বের শিল্প সমৃদ্ধ দেশ হিসেবে আমেরিকা, চীন, জাপান হলেও, পৃথিবীর সকল দেশের সকল কারখানার জরীপে বাংলাদেশের নারায়ণগঞ্জের রেমি হোল্ডিংস গার্মেন্টসটি কেরে নিয়েছে ১ নাম্বার পজিশনটি।
দিনের আলো ব্যাবহার, ফ্যাক্টরির ভিতরে গাছ, ভিতরে প্রাকৃতিক বাতাসের সুন্দর প্রবাহ, পানির রিসাইক্লিং করে পুনরায় ব্যাবহার সহ কর্মীদের জন্য করা হয়েছে কাজের নির্মল পরিবেশ। আর এই সকল কিছুর জন্যই তারা বাকি সবাইকে পেছনে ফেলতে পেরেছে। আর একই জরীপে দেশের মোট ৩ টি কারখানা পেয়েছে পরিবেশ বান্ধব শিল্প হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি।
13,701 total views, 1 views today
Leave a Reply